Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কিভাবে পাবেন

ন্যাশনাল সার্ভিস কর্মসূচি (৪র্থ পর্ব)ঃ

যুব উন্নয়ন অধিদপ্তর ফুলপুর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় (৪র্থ পর্ব) ফুলপুর  উপজেলায় ৯৭৮ জনকে ০৩(তিন) মাস মেয়াদী প্রশিÿণ শেষে অএ উপজেলায় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে সংযুক্তি প্রদানের মাধ্যমে ৯৭৬ জনের  অস্থায়ীভাবে নতুন কর্মসংস্থানের সৃষ্টি করা হয়েছে।
কৃষি ব্যাংকঃ
 যুব উন্নয়ন অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সহিত সমযোতা স্মারকের আওতায় এ পর্যমত্ম ২৯৫ জন বেকার যুব/যুব মহিলাকে ৬৫,৫০,০০০/-(পয়ষট্রি লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ঋণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।  
কর্মসংস্থান ব্যাংকঃ
কর্মসংস্থান ব্যাংক ফুলপুর  উপজেলা শাখা চালু হওয়ার পর  এ পর্যমত্ম যুব উন্নয়ন অধিদপ্তর হতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ৪২ জন বেকার যুব ও যুব মহিলাকে  ৩৫,৩৬,০০০/-(পঁয়ত্রিশ লক্ষ ছত্রিশ হাজার) টাকা ঋণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।তন্মধ্যে চলতি অর্থ বছরে ০৪(চার) জনকে ৪,০০০০০/- (চার লÿ) টাকা প্রদান করা হয়েছে।

যুব সংগঠনের মাঝে অনুদান বিতরণঃ
যুব কল্যাণ তহবিল হতে ১০টি যুব সংগঠনের মধ্যে  ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা অনুদান বিতরণ করা হয়েছে।
সমাপ্ত প্রকল্পের বিবরণঃ

০১। নেটওয়ার্কিং প্রকল্পঃ
 বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপামত্মরিত করতে হলে যুব সমাজকে কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতে হবে এ লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর নেটওয়ার্কিং প্রকল্প গ্রহন করেছে। ফুলপুর উপজেলায় দুটি সংগঠনের মাধ্যমে এ কর্মসূচী বাসত্মবায়ন করা হয়েছে। এ প্রকল্পেরমাধ্যমে ২০০ জন যুব ও যুব মহিলাকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং ৫০জন যুব ও যুব মহিলাকে  কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

০২।কর্মসংস্থান ও আত্ন কর্মসংস্থান সৃষ্টির লÿÿ উপজেলা পর্যায়ে প্রশিÿণ জোরদারকরণ শীর্ষক প্রকল্পঃ

এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ট্রেডে ২১৯৯ জনকে বিভিন্ন মেয়াদে প্রশিÿণ দেয়া হয়েছে। তন্মধ্যে ১২৮৬ জন যুব এবং ৯১৩ জন যুব মহিলা ।